(Q) কোন্ অক্ষরেখা পৃথিবীর মাঝবরাবর প্রসারিত?
Ans : নিরক্ষরেখা
(Q) নিরক্ষরেখা পৃথিবীকে ক-টি গোলার্ধে বিভক্ত করেছে?
Ans : দুটি
(Q) নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তরের অর্ধাংশ কী নামে পরিচিত?
Ans : উত্তর গোলার্ধ
(Q) নিরক্ষরেখা থেকে পৃথিবীর দক্ষিণের অর্ধাংশ কী নামে পরিচিত?
Ans : দক্ষিণ গোলার্ধ
(Q) মূলমধ্যরেখা পৃথিবীকে ক-টি গোলার্ধে বিভক্ত করেছে?
Ans : দুটি
(Q) মূলমধ্যরেখা থেকে পশ্চিমে পৃথিবীর অর্ধ অংশ কী নামে পরিচিত?
Ans : পশ্চিম গোলার্ধ
(Q) আমাদের দেশ ভারতবর্ষ অক্ষাংশের ভিত্তিতে কোন্ গোলার্ধের অন্তর্গত?
Ans : উত্তর গোলার্ধ
(Q) দ্রাঘিমারেখাগুলি কোন্ দুটি মেরুপ্রান্তকে যুক্ত করে?
Ans : উত্তর ও দক্ষিণ মেরু
(Q) নিরক্ষরেখার উত্তরদিকের অক্ষরেখাগুলি বিশেষ কী নামে পরিচিত?
Ans : উত্তরের অক্ষরেখা
(Q) নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলি বিশেষ কী নামে পরিচিত?
Ans : দক্ষিণের অক্ষরেখা
(Q) অক্ষরেখাগুলি কত ডিগ্রি অন্তর কল্পনা করা হয়েছে?
Ans : 1°
(Q) দ্রাঘিমারেখাগুলি কত ডিগ্রি অন্তর কল্পনা করা হয়েছে?
Ans : 1°
(Q) সুমেরু ও কুমেরু বিন্দুর মান কত?
Ans : 90°
(Q) কোনো স্থানের অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ রেখা কোনটি?
Ans : দ্রাঘিমারেখা
(Q) কোনো স্থানে ঘড়িতে দুপুর 12 টা বেজে 20 মিনিট কীভাবে প্রকাশ করবে?
Ans : 12.20 p.m.
(Q) কোনো স্থানের সময় রাত্রি 10 টা 30 মিনিট কীভাবে প্রকাশ করবে?
Ans : 1.30 a.m.
(Q) পৃথিবীপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো স্থান, ভূকেন্দ্র ও নিরক্ষীয় তলের মধ্যে উৎপন্ন কোণকে কী বলে?
Ans : অক্ষাংশ
(Q) পৃথিবীর মেরুর ঠিক মাথার ওপর যে নক্ষত্র দেখা যায় তাকে কী বলে?
Ans : মেরু নক্ষত্র
(Q) পৃথিবীপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো স্থান, ভূকেন্দ্র ও মূলমধ্যরেখার তলের মধ্যে যে-কোণ উৎপন্ন হয় তাকে কী বলে?
Ans : দ্রাঘিমাংশ
(Q) ট্রানজিট থিয়োডোলাইট যন্ত্রের সাহায্যে কী নির্ণয় করা হয়?
Ans : অক্ষাংশ
(Q) যে-রেখাটি থেকে একটি দিনের শুরু বা শেষ হয় তাকে কী বলে?
Ans : আন্তর্জাতিক তারিখরেখা
(Q) কোনো দেশের মধ্যবর্তী দ্রাঘিমার স্থানীয় সময়কে সেই দেশের কী সময় বলে?
Ans : প্রমাণ সময়
(Q) কোনো স্থানের জলবায়ু নির্ণয়ে কোন্ রেখার ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ans : অক্ষরেখা
(Q) পৃথিবীর কেন্দ্রবিন্দু যে-তলের ওপর অবস্থিত তাকে কী বলে?
Ans : নিরক্ষীয় তল
(Q) নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত কৌণিক দূরত্বের পার্থক্য হয় কত ডিগ্রি?
Ans : 23 1/2°
(Q) নিরক্ষরেখা থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় রেখা পর্যন্ত কৌণিক দূরত্বের পার্থক্য হয় কত ডিগ্রি?
Ans : 66 1/2°
(Q) সর্বোচ্চ অক্ষরেখার মান কত ডিগ্রি?
Ans : 90°
(Q) কোন্ মানের দ্রাঘিমারেখার দুই দিকে দুই রকম তারিখ হয়?
Ans : 180°
(Q) চিন দেশে প্রমাণ সময়ের সংখ্যা ক-টি?
Ans : 1টি
(Q) ব্রাজিলে প্রমাণ সময়ের সংখ্যা ক-টি?
Ans : 4 টি
(Q) a.m.-এর পুরো কথা কী?
Ans : Ante meridian
(Q) p.m.-এর পুরো কথা কী?
Ans : Post meridian
(Q) Post শব্দের ইংরেজি অর্থ কী?
Ans : After
(Q) Ante শব্দের ইংরেজি অর্থ কী?
Ans : Before
(Q) D.S.T শব্দের পুরো কথা কী?
Ans : Daylight Saving Time
(Q) G.M.T শব্দের পুরো কথা কী?
Ans : Greenwich Mean Time
(Q) I.S.T শব্দের পুরো কথা কী?
Ans : Indian Standard Time
(Q) এক ডিগ্রি কীভাবে প্রকাশ করা হয়?
Ans : 1°
(Q) এক মিনিট কীভাবে প্রকাশ করা হয়?
Ans : 1'
(Q) এক সেকেন্ডে কীভাবে প্রকাশ করা হয়?
Ans : 1''
(Q) দুই মেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে কী বলে?
Ans : পৃথিবীর অক্ষ
(Q) নিরক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক দূরত্ব কত?
Ans : 111.30 km
(Q) 30° অক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক দূরত্ব কত?
Ans : 96.25 km
(Q) 60° অক্ষরেখায় 1° অন্তর দুটি দ্রাঘিমারেখার রৈখিক দূরত্ব কত?
Ans : 55.57 km
(Q) পৃথিবীব্যাপী সর্বনিম্ন প্রমাণ সময়ের পরিবর্তন কত হয়?
Ans : 30 মিনিট বা 15 মিনিট
(Q) ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদের কোন্ অংশের ওপর কল্পনা করা হয়েছে?
Ans : সোনাহাটি ও কোকনদ
(Q) ভারত গ্রিনিচের কোন্ দিকে অবস্থিত?
Ans : পূর্বদিকে
(Q) পৃথিবীর কৌণিক মাপ কত ডিগ্রি?
Ans : 360°
(Q) 66 1/2° দক্ষিণ অক্ষরেখাকে কী বলে?
Ans : কুমেরুবৃত্ত
(Q) 1° অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত কিমি?
Ans : 111.11 কিমি
(Q) পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশ কত?
Ans : 90°
(Q) দ্রাঘিমারেখাগুলির মধ্যে কোন্ রেখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
Ans : মূলমধ্যরেখা
(Q) মূলমধ্যরেখার মান কত?
Ans : 0°
(Q) উত্তর মেরুবিন্দুর মান কত ডিগ্রি?
Ans : 90°
(Q) A স্থান B স্থানের পশ্চিমে থাকলে A স্থানের সময় ৪ স্থানের তুলনায় কেমন হবে?
Ans : পিছিয়ে থাকবে
(Q) কোনো স্থানের দ্রাঘিমারেখা ও অক্ষরেখার ছেদবিন্দু দিয়ে কী নির্ণয় করা হয়?
Ans : অবস্থান
(Q) অক্ষরেখার অপর নাম কী?
Ans : সমাক্ষরেখা
(Q) সবচেয়ে বড়ো সমাক্ষরেখা কোনটি?
Ans : নিরক্ষরেখা
(Q) পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশ কত?
Ans : 90° উত্তর ও দক্ষিণ
(Q) কোনো দ্রাঘিমারেখার ওপর বেলা 12 টার সময় সূর্যের অবস্থানের ভিত্তিতে দিনের যে-সময় নির্ণয় করা হয় তাকে কী বলে?
Ans : স্থানীয় সময়
(Q) কোনো দেশের মাঝখানে অবস্থিত কোনো নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভিত্তি করে সারাদেশের কাজকর্ম চালানো হয়। এই সময়কে কী বলে?
Ans : প্রমাণ সময়